আড়াইহাজারকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। ‘মুজিববর্ষেই শতভাগ বিদ্যুতায়ন’-এ পতিপাদ্যকে সামনে একইদিন দেশের ২৩টি উপজেলাকেও শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষ্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কক্ষে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।
এসময় জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান, পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান হেলো সরকার, জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ প্রমুখ।
আড়াইহাজার উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের জন্য ২৬০ কোটি টাকা ব্যয়ে উপজেলার ৩৩২টি গ্রামে ১ লাখ ১৬ হাজার ৭৮টি বিদ্যুত সংযোগ প্রদান করা হবে। এছাড়াও শতভাগ বিদ্যুতায়নের জন্য ১ হাজার ২শ’ ৮৭ কিলোমিটার লাইন নির্মাণ করা হবে। এখানে উপকেন্দ্রের সংখ্যা হবে ৬টি ও উপকেন্দ্রের মোট ক্ষমতা থাকবে ১৩০ এমভিএ।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, বাংলার মানুষের জন্য বঙ্গবন্ধু কাজ করে গিয়েছেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে যেভাবে কাজ করে যাচ্ছেন তার ধারবাহিকতায় নারায়ণগঞ্জ পিছিয়ে নেই। দেশকে সচল রাখার ও উন্নতির দিকে ধাবিত করতে আমরা কাজ করে যাবো।