
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম : আনন্দ টিভির জেলা প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকনকে হত্যাচেষ্টা সহ ৩ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার মূল আসামী সোয়াদের জামিন মঞ্জুর করেছে আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিজ্ঞ আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট (ক-অঞ্চল) ফাহমিদা খাতুন এ আদেশ দেন।
এর আগে হত্যাচেষ্টা মামলায় একই আদালত সন্ত্রাসী সোয়াদকে একদিনের জন্য পুলিশি জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন।
গত ১৪ জানুয়ারী সোনারগাঁ লোক ও কারু শিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে যাবার পথে নবীগঞ্জ ফেরীতে এক শিশুকে মারতে নিষেধ করা নিয়ে সৈয়দ সিফাত আল রহমান লিংকনসহ তিন সাংবাদিকের উপর হামলা করে সোয়াদ।ওই সময় আরও আহত হন সাংবাদিক জামাল তালুকদার ও মিজানুর রহমান।