বক্তাবলীতে সাবেক ইউপি সদস্য সাফায়েত উল্লাহ আর নেই

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার বক্তাবলীর সাবেক ইউপি সদস্য ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ আর নেই। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে বক্তাবলীর রাধানগর নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে.. রাহেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে তিনি ডায়বেটিক ও কিডনিজনিত রোগে ভুগছিলেন।
সাফায়েত উল্লাহ বক্তাবলী ইউনিয়ন ৭নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
সোমবার সকালে রাধানগর ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম শওকত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, স্থানীয় ইউপি সদস্য জলিল গাজী সহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।