ফতুল্লায় বিয়ার ও হেরোইনসহ গ্রেফতার ৬
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় পৃথক দু’টি অভিযান চালিয়ে ৪৮ ক্যান বিয়ার ও ১২ গ্রাম হেরোইনসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ( ৯ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার কাশীপুর ও দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, কাশীপুর মধ্যনরসিংহপুর এলাকা থেকে ৪৮ ক্যার বিয়ার সহ রাহাত (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার খোরশেদ আলমের ছেলে।
অন্যদিকে দাপা ইদ্রাকপুর এলাকা থেকে ১২ গ্রাম হেরোইনসহ ৫মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতার হলো-দাপা ইদ্রাকপুর এলাকার ফজল মিয়ার ছেলে ডাকাত মোহন (৩২), ফতুল্লার সিরাজ মিয়ার ছেলে রুবেল (২২), দেওভোগ পানির ট্যাংকি এলাকার রতন দাশের ছেলে সঞ্জয় দাশ (২৬), আঃ খালেকের ছেলে আকাশ (২৪) এবং দেলপাড়া এলাকার ঈমান আলীর ছেলে শাকিল (২৭)।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে।