লাখ টাকার হেরোইনসহ আমির, নারী নির্যাতন মামলায় লিখন গ্রেফতার

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর জিমখানা এলাকা থেকে লাখ টাকা মূল্যের ১০০ পুড়িয়া হেরোইনসহ আমির হোসেন (৩৬) নামের এক চিহিৃত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর পুলিশ।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর নতুন জিমখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আমির হোসেন ওই এলাকার চিহিৃত মাদক বিক্রেতা।

 

অন্যদিকে একইদিন নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফাতারী পরোয়ানায় নুরুজ্জামান লিখনকে (২৮) গ্রেফতার করা হয়েছে।

 

লিখন কাশীপুর ফরাজীকান্দা এলাকার ইয়াকুব মিয়ার ছেলে।