ঢাকার রাজপথে মহানগর যুবদল ‌‘মুক্তির সংগ্রাম চলবেই’

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে যোগদানের জন্য নারায়নগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তর নেতৃত্বে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রাজধানীল রাজপথে নেমেছেন।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টন এলাকায় মহানগর যুবদলের বিশাল মিছিল কেন্দ্রীয় নেতাদের নজর কাড়ে।

 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ আগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন চলবেই।খুন গুম,হামলা মামলা দিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে বিরত রাখা যাবে না।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com