‘মদের বার বন্ধ না করে ঘরে ফিরব না’

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর চাষাড়ায় ব্লু পিয়ার নামের সদ্য খোলা মদের বার মালিককে সাতদিনের সময় বেঁধে দিয়ে হেফাজত ইসলাম নারায়ণগঞ্জ জেলা কমিটির আমীর ও নগরীর ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, নারায়ণগঞ্জের এই পবিত্র মাটিকে আমরা অপবিত্র হতে দিতে পারি না। বারের মালিককে সাতদিনের সময় দেয়া হলো। এই সাতদিনের মধ্যে মদের বারটি বন্ধ না করা হলে বৃহত্তর আন্দোলন করা হবে। প্রয়োজনে মদের বার বন্ধ করে দিয়ে ঘরে ফিরব, মদের বার বন্ধ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।

 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে নগরীর বঙ্গবন্ধু সড়কে মদের বার বন্দের দাবিতে ওলামা পরিষদের এক প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ওলামায়ে পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটি এ প্রতিবাদ সভার আয়োজন করে।

 

সভায় আরও উপস্থিত ছিলেন-অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সি, ওলামায়ে পরিষদের সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসেন কাশেমী, হেফাজত ইসলাম জেলার সমন্বয় ও ওলামায়ে পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা কামালউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, কাদিয়ানী বিরোধী আন্দোলনের নেতা মুফতি আবু সায়েম খালেদ, ওলামায়ের পরিষদের সহসভাপতি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম প্রমুখ।

 

মাওলানা আব্দুল আউয়াল সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানের সমালোচনা করে বলেন, এর আগে এই দুই সাংসদ কথা দিয়েছিলেন, নারায়ণগঞ্জে মদের বার হতে দিবেন না। কিন্তু এখন তারা বলছেন, ‘হুজুর দুঃখিত-এরা উপর থেকে পারমিশন নিয়ে আসছে। এতে বুঝা যাচ্ছে কোথাও তাদের দূর্বলতা রয়েছে।

 

 

 

 

প্রশাসনকে উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমাদের উপর গুলি ছুঁড়তে পারেন, টিয়ারশেল মারতে পারেন। কিন্তু এ আন্দোলন থেকে আমাদের সরাতে পারবেন না। আল্লাহর ইজ্জত রক্ষায় আমরা বুকের রক্ত দিতেও প্রস্তুত। যদি আপনারা এটাকে বন্ধ করতে ব্যর্থ হন, তবে ওই ভবনটিই গুড়িয়ে দেয়া হবে।

 

প্রসঙ্গত সুশীল সমাজ ও আলেম-ওলামাদের প্রতিবাদের মুখেই গত ১লা ফেব্রুয়ারি নগরীর চাষাড়া ব্লু-পিয়ার নামের ওই বারটি উদ্বোধন করা হয়। প্রথম দিকে এটি একটি রেস্টুরেন্ট বলা হলেও গত দুই দিন ধরে দেদারসে বারে মদ ও বিয়ার বিক্রি শুরু হয়েছে। প্যারাডাইস নামের ওই ভবনটির পাশেই নগরীর প্রসিদ্ধ মসজিদ এবং প্রেসক্লাব।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com