কাশীপুরে লালন আখড়া-মুক্তিধামে সাধুসঙ্গ ও আসর
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটম: ‘মিলন হবে কতদিনে মনের মানুষের সনে/ কী ঘর বাধিল শুণ্যেরও উপর’-এমন সব আধ্যাত্মিক গানের আসর ও সাধুসঙ্গে সন্ধ্যা থেকে মধ্যরাত পেরিয়ে যায়। পাশ দিয়ে বয়ে চলা নদীর হিমবাহও গানের আসরের তাপমাত্রা কমাতে পারেনি।
আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁই ভক্ত শাহজালাল ফকিরের আয়োজনে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কাশীপুরের মধ্যনরসিংহপুর এলাকায় মুক্তিধামে গানে-গানে সাইঁজিকে স্মরণ করেন ভক্তরা।
আসরে কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদলের বড়পুত্র প্রয়াত মোছাব্বির আলম নয়ন ও মুক্তিধামের প্রতিষ্ঠাতা শাহজালালের পিতার আত্মার মাগফেরাতও কামনা করেন সঙ্গীতশিল্পীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুষ্টিয়ার লালন আখড়ার সাধক ফকির পিয়ার শাহ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন-লালনশিল্পী ফকির রুস্তম সাঁই, ফকির ডা. আকরাম সাই, বর্ষা, চায়না ও ফকির শাহজালাল।
অনুষ্ঠানে কুষ্টিয়া, নারায়ণগঞ্জ ও অন্যান্য জেলা হতে লালন ভক্তরা উপস্থিত ছিলেন।