উদ্দেশ্যমূলক চুরি!

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানে উদ্দেশ্যমূলক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী ) ভোর সাড়ে ৪টায় সিটি কপোর্রেশনের ৩নং ওয়ার্ডস্থ শিফা ইন্টারন্যাশনাল স্কুলে দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে। প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন করতে এবং ক্ষতি সাধনের লক্ষে ঘটনাটি উদ্দেশ্যমূলক ভাবে ঘটানো হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনানুগ কার্যক্রম ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

শুক্রবার সকালে শিফা ইন্টারন্যাশনাল স্কুলে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির ৩য় তলায় অবস্থিত ম্যানেজমেন্ট রুমে গ্লাস ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন সেলফের ড্রয়ারের তালা ভেঙে স্কুলের গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্র চুরি করা হয়েছে। এসময় রুমে বিভিন্ন টেবিলে ল্যাপটপ, প্রজেক্টর এবং দামি মালামাল থাকলেও চোর তা না নিয়ে শুধুমাত্র স্কুল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ডকুমেন্ট নিয়ে গেছে।

 

স্কুলের পরিচালক মোঃ আলমগীর হোসেন জানান, কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি সাধনের লক্ষে এমন ঘটনা ঘটিয়েছে। তাছাড়া ঘটনাটি চুরির উদ্দেশ্যে ঘটানো হয়নি। কেননা, ম্যানেজমেন্ট রুমে ৪টি ল্যাপটপ, দুটি প্রজেক্টর সহ ড্রয়ারে টাকা রাখা ছিল। যার কিছুই চুরি করা হয়নি। সুতরাং ঘটনাটি উদ্দেশ্যমূলক।

 

স্কুলের আরেকজন পরিচালক হাফেজ মোহাম্মদ খন্দকার জানান, স্কুলটি আমরা এ বছরে জানুয়ারী মাসে প্রথম চালু করি। অত্র এলাকায় এ প্রতিষ্ঠানটি অল্প সময়ে মানুষের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। পরে আমাদের সুনাম নষ্ট করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

 

এসময় স্কুলের সিসি টিভি ফুটেজ চালু করে দেখা যায়, রাত ৪:২১ মিনিটে ছাদ থেকে সিঁড়ি বেয়ে শার্ট-ফুলপ্যান্ট পরা আনুমানিক ২০ বছরের এক যুবক ভেতরে ঢুকে ম্যানেজমেন্ট রুমের দিকে যায়। কিছুক্ষণ পর বের হয়ে পুণরায় সিঁড়ি বেয়ে ছাদের দিকে চলে যায়। এর কিছুক্ষণ পর একটি হাতল বিশিষ্ট কংক্রিটের পাথর হাতে নিয়ে ঐ কিশোর ম্যানেজমেন্ট রুমের দিকে যায়। প্রায় আধা ঘন্টা পর আবার বেরিয়ে যায় কিছু কাগজ পত্র নিয়ে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) আজিজুল হক জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পরিদর্শন করেছে। স্কুলের সিসি টিভির ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com