আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, যেটা অন্যায় সেটার বিরুদ্ধে কথা বলবো, যেটা ন্যায় সেটার পক্ষে কথা বলবো। আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি করতে আসছি যদি সত্য কথা বলতে না পারি তবে রাজনীতি করার দরকার কি?
তিনি বলেন, আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। ধর্মের কেউ কোনো এজেন্সি নিতে পারে না। ধর্ম আসে অন্তর থেকে। জামাত ইসলাম কিংবা অমুক ইসলামকে ধর্মের কোনো এজেন্সি দিয়ে দেওয়া হয় নাই।
তিনি আরও বলেন, জিউস পুকুর শ্মশানঘাট দখল করছে কে? সে কথা কিন্তু কেউ বলে নাই। আপনারা তখনই সাহায্য পাবেন যখন কে দখল করেছে সে নাম উচ্চারণ করে সাহস দেখাবেন। একদল বলবেন দখল হয়েছে আরেক দল বলবেন আপনি লিখে রাখেন ! সেটা হবে না।
ধর্ম নিয়ে ফায়দা লোটার চেষ্টাকারী অধার্মিক বলে মন্তব্য করেছেন এই নেতা ৷ তিনি বলেছেন, সৃষ্টিকর্তা যা জানেন তার সৃষ্টি তা জানে না। সৃষ্টিকর্তাকে আপনি এক নামে ডাকেন, আমি আরেক নামে ডাকি। কিন্তু যারা এটাকে নিয়ে বিভক্ত করে, ফায়দা লুটার চেষ্টা করে তারা হলো সব থেকে বড় অধার্মিক। তাদের মধ্যে ধর্মীয় চেতনাবোধ কাজ করে না।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কালিরবাজারে সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ তিনি আরও বলেছেন, কিছু কিছু সময় ঝড়-ঝাপ্টা, অশুভ শক্তি আসে। অনেকে অশুভ কাজ করে। যারা মানুষ মারে, আগুন জ্বালায়, হত্যা করে, তাদের কোনো ধর্ম নাই৷ শামীম ওসমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশের চেয়ে ভালো পৃথিবীর কোথাও নেই৷ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এটা একটা ব্যানার। মুসলমানদেরও বিভিন্ন সংগঠনের ব্যানার আছে। আমি এ ব্যানারগুলোতে বিশ্বাস করি না। আমি একটা ব্যানারেই বিশ্বাস করি। সেটা হলো তুমি কে আমি কে, বাঙালি।
তিনি বলেন, নারায়ণগঞ্জে শুধু জিউস পুকুর পাড় এবং শ্মশানঘাট ছাড়াও হিন্দুদের অনেক জায়গা দখল হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই সাংসদ ৷ কারা দখল করেছে? সে নামগুলি প্রকাশ করেন। আমরা আপনাদের পাশে থাকবো। কার জায়গা, হিন্দু না মুসলমান, সেটা ব্যাপার না।
নারায়ণগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য ডা. নিম চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপীনাথ দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য জয়ন্ত সেন দীপু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, অ্যাড. তাপস কুমার পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী রবীন্দ্রনাথ বসু, সাগর হালদার, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন প্রমুখ৷