সোনারগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৩

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সোনারগাঁয়ে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো ৩ জন। নিহত ব্যক্তির নাম আবুল হোসেন।
সোমবার(৩ ফেব্রুয়ারি) রাতে বাড়ী মজলিশ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইউটার্ণ নেয়ার নেয়ার এ দূর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশ জানায়, গত সোমবার রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মোগরাপাড়া চৌরাস্থার নিকটবর্তী বাড়ী মজলিশ এলাকায় অবস্থিত মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে চট্টগ্রামগামী একটি একটি কভার্ডভ্যান ইউটার্ণ নেয়ার সময় অপর একটি লরি কভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে উভয় যানের ৪ শ্রমিক মারাত্মক আহত হয়।
স্থানীয়রা আহত ৪ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় কভার্ডভ্যানের হেলপার আবুল (৩৬) মারা যায়।