সোনারগাঁওয়ে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

 

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সোনারগাঁওয়ে আকবর (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে ঘটনাটি ঘটেছে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার বাসস্ট্যান্ডের অদুরে জালাল টাওয়ার মার্কেটের সামনে।

 

হামলার শিকার আকবরের পরিবার ও স্থানীয়রা জানায়, প্রয়াত কুখ্যাত সন্ত্রাসী হৃদয় গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। আহত আকবর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

সোনারগাঁও থানা, আহত আকবরের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আকবর সোমবার বিকেলের দিকে প্রতিদিনের ন্যায় চৌরাস্তা কাঁচাবাজারে বাজার করার সময় ছয়হিস্যা গ্রামের পার্শ্ববর্তী নাগেরগাঁও গ্রামের মৃত হযরত আলীর ছেলে ও সোনারগাঁওয়ের প্রয়াত সন্ত্রাসী হৃদয় গ্রুপের মোস্তফা (৩৩), রূপমিয়া (৩৫) আলী মিয়া (২৫) ও আরও অজ্ঞাত ২/৩ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী তাকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে জালাল টাওয়ার মার্কেটের পাশে একটি নির্জনস্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী আঘাত করে আকবরকে রক্তাক্ত আহত করে। তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুঁটে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আহত আকবরের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাকে হত্যা করতে চেষ্টা করে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আলী মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com