রূপগঞ্জে হত্যা মামলায় গ্রেফতার ৩

 

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রূপগঞ্জে অটোচালক মজর উদ্দিন (৪৫) হত্যার মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মজর উদ্দিনের কাছ থেকে ছিনতাইকৃত অটো রিক্সাটিও উদ্ধার করে পুলিশ।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানী ঢাকার বেরাইত এলাকা থেকে তিন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পটুয়াখালী জেলার কাকড়াবুনিয়া থানার সুলতান হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার (২৭), ঝালকাঠি জেলার সদর থানার রামচন্দ্রপুর এলাকার মৃত মুনসুর আলীর ছেলে মিলন মিয়া (৩৫) ও রূপগঞ্জ উপজেলার মৃত অয়নব আলীর ছেলে তারা মিয়া (৩৫)।

 

 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, গত ১১ জানুয়ারি নিখোঁজের দুই দিন পর ব্যাটারি চালিত অটোরিক্সা চালক মজরউদ্দিনকে হত্যার পর পুর্বাচল উপশহরের ২নং সেক্টরের ১নং প্লটের পর্শি এলাকার সবজি বাগানে ফেলে রাখে। পরে পুলিশ তার হাত পা বাঁধা অবস্থায় অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়। পরে তার পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় শিকার করেছে। গ্রেফতারকৃতের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com