যুগান্তর’র বর্ষপূর্তিতে কেক কাটলেন ডিসি
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় দৈনিক যুগান্তরের ২১তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির নিচ তলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোঃ জসিম উদ্দিন কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর নারায়ণগঞ্জ সার্কিট হাউজের সামনে থেকে একটি র্যালিটি আদালতপাড়া প্রদক্ষিন করে।
ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান ও যুগান্তর স্বজন সমাবেশের জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর ডালিমের সার্বিক সহযোগীতায় নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমদের সভাপতিত্বে ও তানভীর হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক, ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, মশিউর রহমান শাহিন, এটিএম কামাল, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহিম, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, সাংবাদিক শরীফ সুমন, দিলিপ কুমার মন্ডল, মাহমুদুল হাসান কচি, সীমান্ত প্রধান, জাহাঙ্গীর হোসেন তৌকির আহমেদ রাসেল, সাহাবুদ্দিন, আরজু, মনির সুমন, কামাল হোসেন, মোহসিন, ফখরুল ইসলাম, সোহেল, দুলাল, মুন্না, শহিদুল্লাহ রাসেল, রিপন, সনিয়া দেওয়ান প্রিতি, আয়েশা জান্নাত, মাজহারুল ইসলাম রোকন, খোন্দকার মাসুদুর রহমান দিপু, সাইমুন ইসলাম, আজমীর ইসলাম, সেলিম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা নূর আলম আকন্দ প্রমুখ।