বক্তাবলীতে প্রয়াত আ’লীগ নেতা কর্মীর জন্য দোয়া

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার বক্তাবলীতে প্রয়াত ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন মাল ও লক্ষীনগর গ্রামের আওয়ামীলীগ কর্মী মোঃ খলিলুর রহমান এর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়।

 

রবিবার (১ ফেব্রুয়ারী) বাদ আছর বক্তাবলী বাজারের হাজী মোতালেব শপিং কমপ্লেক্সে এই দোয়া অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী বলেন আওয়ামীলীগ তাদের সাথি ভাইয়েরা মারা গেলে তাদেরকে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করে তাহলে তার পরিবার ও ছেলেমেয়েরা বলবে, আমার বাবা দল করেছে এখনও তাকে দল স্মরণ করে তাকে সম্মান জানায় আমার বাবা দল করে সার্থক হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের শাহাবুদ্দিন ভাই দলের জন্য অনেক কিছু করেছেন । তার যতটুকু সম্মান পাওয়ার দরকার ছিল তিনি তা পান নাই। তার মৃত্যু বার্ষিকীতেও আওয়ামীলীগ তাকে স্মরণ করে না।

 

তিনি আরোও বলেন, আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি । আমাদের কোন কর্মী বা নেতা যেই হোক সে যদি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে থাকে তাহলে তাকে আমরা মরে যাওয়ার পরও যেন স্মরণ করি, শ্রদ্ধা জানাই তার প্রাপ্য সম্মানটুকু দেই।

 

 

বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আফাজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক মোঃ আবুল হোসেন প্রধান, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি মোঃ আলমগীর হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইফতেখারুজ্জামান শাহিন, আওয়ামীলীগ নেতা মোঃ ছিদ্দিকুর রহমান, আওয়ামীলীগ নেতা হাজী ফকির চান বেপারী, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মজিবুর সিকদার, সাধারণ সম্পাদক মোঃ সিরাজ, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নাছির উদ্দীন মাদবর, হাজী মোতালেব, ১নং ওয়ার্ড ইউ পি সদস্য জাহাঙ্গীর মাষ্টার, ২নং ওয়ার্ড ইউ পি সদস্য আকিল উদ্দিন, ৩ নং ওয়ার্ড ইউ পি সদস্য আতাউর রহমান, ৪নং ওয়ার্ড ইউ পি সদস্য ওমর ফারুক, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন, আসাদ ভান্ডারী, আতাউর রহমান, প্রকৌশলী আবু সাইদ রিংকু, বাছির সর্দার, হানিফা ফকির, সোহেল খান, মোঃ জামাল হোসেন প্রমূখ।

 

 

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বক্তাবলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব কাজি শহিদ উল্লাহ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com