যেভাবে হচ্ছে ফতুল্লা থানা আ’লীগ কমিটি!

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: ২০১৯ সালের ৭ ডিসেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবার পরে পেরিয়ে গেছে দুই মাস। গঠনতান্ত্রিক নিয়মে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার বাধ্যবাধকতা থাকলেও দুই মাস পরে পূর্ণাঙ্গ কমিটি গঠনে তোড়জোর শুরু হয়েছে। আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই ফতুল্লা থানা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ করবে।

 

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, থানা এলাকার ৫টি ইউনিয়ন কমিটি নিয়ে জোর আলোচনা থাকলেও আগেই গঠন করা হবে থানা কমিটি। কমিটি গঠন নিয়ে নানা আলোচনা থাকলেও পূর্ণাঙ্গ কমিটির একটি রূপরেখা ইতোমধ্যেই দাঁড় করিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। দ্বিতীয় দফায় নির্বাচিত সভাপতি এম সাইফ উল্লাহ বাদলের পুত্রবিয়োগের কারণে মাঝপথে কমিটি গঠন প্রক্রিয়া কিছুটা থেমে যায়। কিন্তু সম্প্রতি এ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।

 

সূত্রটি জানায়, আগের কমিটির বেশির ভাগ নেতাই বাদ পড়ছেন নতুন কমিটিতে। সেখানে স্থান পাচ্ছেন স্বচ্ছ ও পরিশ্রমী যুবলীগ-ছাত্রলীগের নেতারা। তবে আগের কমিটি কয়েকজনকে পদোন্নতি দিয়ে এই কমিটিতেও রাখা হচ্ছে।

 

বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী।

 

তিনি প্রেসবাংলা২৪ডটকমকে বলেন, সভাপতি সাহেবের পুত্রবিয়োগ ও আমাদের নেতা সংসদ সদস্য শামীম ওসমান সাহেব বিদেশে থাকায় মূলত: কমিটি গঠন প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়। সংসদ সদস্য শামীম ওসমান সাহেব দেশে ফিরেছেন এবং বাদল ভাইও কিছুটা শোক কাটিয়ে উঠেছেন। ফলে আশা করছি খুব শিগগিরই আমরা কমিটি গঠনের দিকে আগাতে পারব।

 

তিনি জানান, ইউনিয়ন কমিটিগুলোর জন্য অপেক্ষা করা হবে না। ৭১ সদস্যের কমিটিতে ৫টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে থানা কমিটিতে সদস্য হন। এজন্য ৬১ সদস্যের নাম উল্লেখ করে কমিটি করা হবে। ওই ১০জন পরবর্তীতে কমিটিকে পদাধিকার বলেই অর্ন্তভুক্ত হয়ে যাবেন।

 

এম শওকত আলী জানান, ৫টি ইউনিয়নের মধ্যে ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর থেকে ১৬জন করে ৪৮জনকে রাখা হবে থানা কমিটিতে। বাকি ২৩জন নেয়া হবে কাশীপুর ইউনিয়ন ও বক্তাবলী ইউনিয়ন থেকে। এরমধ্যে সভাপতির ইউনিয়ন কাশীপুর থেকে ১২ জন ও বক্তাবলী থেকে ১১জনকে বেছে নেয়া হবে থানা কমিটিতে।

 

তবে কবে নাগাদ এ কমিটি হচ্ছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চেষ্টা করবো খুব অল্প সময়ের মধ্যেই এ কমিটি ঘোষণা করতে। কাউন্সিলর ও নেতাকর্মীরা আমাদের দু’জনকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন সঠিকভাবে হয় সেদিকেও লক্ষ্য রাখা হবে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com