নতুন পালপাড়ায় মণ্ডপ নির্মাণ কাজের উদ্বোধন

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নতুন পাল পাড়া শ্রীশ্রী সার্বজনীন পূজামণ্ডপ পুনঃ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন মঠ ও আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ।

 

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে নগরীর নতুন পালপাড়া এ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

 

সমির করের সভাপতিত্বে ও নতুন পালপাড়া সার্বজনীন পূজামণ্ডপের সাধারণ সম্পাদক রিপন ভাওয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের।

 

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এফবিবিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা, সাবেক জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য বাবুদেব চক্রবর্তী, নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফি উদ্দিন প্রধান, নতুন পাল পাড়া সার্বজনীন পূজা মণ্ডপের সভাপতি মন্টু ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগরের সভাপতি অরুণ কুমার দাশ, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, জেলা হিন্দু সংস্কার সমিতির সভাপতি কমলেশ সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা সাংবাদিক উত্তম সাহা, কৃষ্ণ আচার্য প্রমুখ।

 

এ সময়ে রিপন ভাওয়াল বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান এই মন্দির পুনঃনির্মাণের জন্য দশ লাখ টাকা অনুদান দিয়েছেন। আমরা মন্দির কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই । সবাই আশির্বাদ করবেন আমি যেনো আপনাদের সকলের সহযোগিতা ও একান্ত প্রচেষ্টায় এই মন্দির কাজ সম্পন্ন করতে পারি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com