আড়াইহাজারে ১২শ’ পিস ইয়াবাসহ তারিকুল গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: উপজেলার ফতেহপুর বগাদী এলাকা থেকে তারিকুল ইসলাম ঢালি নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার সঙ্গে থাকা অপর দুইজন পালিয়ে যায়।
জেলা ডিবির ওসি এস এম আলমগীর হোসেন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে ১২০০ ইয়াবাসহ আড়াইহাজারের ফতেপুর বগাদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তারিকুল ইসলাম ওই এলাকার আ. রউফের ছেলে। পলাতকরা হলেন- ওই এলাকার মো. হোসেন ও মো. সজীব মিয়া।
পলাতকদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।