আইনজীবী সমিতিতে নিষ্প্রাণ ভোট

আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নিষ্প্রাণ ভোটগ্রহণ করা হয়েছে। বিএনপি সমর্থিত প্যানেলের ভোটবর্জন ও আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের সরে দাঁড়ানো পরে মূলত: আওয়ামী লীগ সমর্থিত একটি প্যানেলই নির্বাচনে থাকে।
বুধবার (২৯ জানুয়ারি) শুধুমাত্র নিয়মরক্ষার কারণেই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার ভোটকেন্দ্র পরিবর্তন ও অন্যান্য অনিয়মের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ায় বিএনপি সমর্থিক সরকার হুমায়ুর কবির-আবুল কালাম আজাদ জাকির পরিষদ। আদালত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণার পাশাপাশি তারা প্রধান নির্বাচন কমিশনারের কুশপুত্তলিকাও দাহ করে।
অন্যদিকে নির্বাচন কমিশন ঘোষণার পর থেকেই তা পরির্বতনের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল বিএনপি সমর্থিত প্যানেল। পরে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আওয়ামী লীগের একটি অংশ সাবেক সভাপতি আনিসুর রহমান দীপু ও হাবিব আল মুজাহিদের নেতৃত্বে একটি অংশ আন্দোলনে নামে। এবং একপর্যায়ে এ দু’জনের নেতৃত্বে একটি প্যানেল গঠন করে নির্বাচনের ঘোষণা দেয়। কিন্তু পরবর্তীতে নাটকীয়ভাবে এ প্যানেলে ১৪জন প্রার্থী সরে দাঁড়ায়। মঙ্গলবার এ প্যানেলে বাকি তিনজনও ভোটবর্জনের ঘোষণা দেয়।
বুধবার সকাল থেকেই শুরু হয় ভোটগ্রহণ। আদালতপাড়ায় বিএনপি সমর্থিত প্যানেলের কেউ ভোট দিতে আসেননি। এমনকি কাউকে আদালতপাড়ায় দেখাও যায়নি।
যদিও প্রতিদ্বন্দ্বি সকল প্রার্থী সরে দাঁড়ানোয় আওয়ামী লীগ সমর্থিত মোহসীন-মাহবুবুর প্যানেলের সকল প্রার্থীর বিজয় নিশ্চিত। তারপরেও নিয়মরক্ষার কারণেই বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
আইনজীবী সমিতিতে মোট ভোটার ৯২২ জন। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট দিয়েছেন ৬৩১জন।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে এড. মোহসীন মিয়া, সিনিয়র সহ সভাপতি পদে এড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি পদে এড. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে এড. মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বরুণ চন্দ্র দে, কোষাধ্যক্ষ পদে এড. মনিরুজ্জামান কামাল, আপ্যায়ন সম্পাদক পদে এড. আবুল বাসার রুবেল, লাইব্রেরিয়ান পদে এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক পদে এড. মোহাম্মদ রাশেদ ভূঁইয়া, সাহিত্য সম্পাদক পদে এড. ফাহমিদা আক্তার সিমি, সমাজসেবা সম্পাদক পদে এড. হাছিব উল হাছান (রনি) এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. নুসরাত জাহান তানিয়া। এছাড়া সদস্য পদে এড. আসাদুল্লাহ সাগর, এড. আজিম ভূঁইয়া, এড. দেলোয়ার হোসেন (সুজন প্রধান), এড. কামরুল হাসান, এড. কামরুন নেছা সুবর্না প্রতিদ্বন্দ্বিতা করছেন।