কাশীপুরে জনতার হাতে দুই ছিনতাইকারী পাকড়াও

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার কাশীপুরে রিপন (২২) ও আফজাল (২৩) নামের দুই পেশাদার ছিনতাইকারীকে হাতনাতে আটক করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) ভোরে কাশীপুর ফরাজীকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়।
রিপন নগরীর দুই নম্বর বাবুরাইল এলাকার মোতালিব মাঝি ও আফজাল পাইকপাড়া জল্লারপাড় এলাকার কবির হোসেনের ছেলে।
পরে
স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।
ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল থানার এসআই রাসেল জানান, উভয়ে পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহার করা একটি অত্যাধুনিক চাকু উদ্ধার করা হয়েছে।