ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সদর উপজেলার বক্তাবলীর প্রত্যন্ত পূর্বচরগড়কুল স্কুল ম্যানেজিং কমিটির উপর ক্ষোভ প্রকাশ করেছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম শওকত আলী। শুধু ম্যানেজিং কমিটিই নয়, অভিভাবক ও শিক্ষকদের উপর ক্ষোভ ঝাঁড়েন ফতুল্লা থানা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।
সোমবার (২৭ জানুয়ারি) পূর্ব চরগড়কুল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী।
তিনি বলেন, আপনারা আমার কাছ থেকে আদায় করতে পারেননি। আপনারা স্কুলের ভিতরে ভিলেজ পরিটিক্স করেন। স্কুলের ভেতরে কীসের আওয়ামী লীগ-বিএনপি? এখানে এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করবে, আমরা সবাই তাদের সহযোগিতা করবো।
তিনি বলেন, আপনাদের রাজনীতির কারণে এই স্কুলে যোগ্য ম্যানেজিং কমিটি দিতে পারি নাই, যোগ্য শিক্ষকও নিয়োগ দেয়া সম্ভব হয় নাই।
শওকত আলী আরও বলেন, এখন স্কুলের বাচ্চাদের হাতেও মোবাইল ফোন তুলে দেয়া হয়, তা-ও স্মার্টফোন। সারাদিন ওরা তাই নিয়ে বসে থাকে। এটা-সেটা দেখে। যার কারণেই তাদের ফলাফল খারাপ হয়।
স্কুল ম্যানেজিং কমিটি সভাপতি নাজির হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা হাজী সুলতান আহমেদ ভুইয়া, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য রাজিয়া আহসান, ব্যবসায়ী ইদ্রিস আলী প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুর রহমান নান্নু, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, পূর্বচরগড়কুল উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা আহসান উল্লাহ মাষ্টার, আব্দুল কুদ্দুস, ইউপি সদস্য মনির হোসেন, ইউপি সদস্য আতাউর রহমান, ইউপি সদস্য জাহাঙ্গীর মাষ্টার, ইউপি সদস্য রাসেল চৌধুরী, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযোদ্ধা আজগর আলী, আলোর দিশারী যুব উন্নয়ন সংসদের সভাপতি সোহরাব হোসেন ভূঁইয়া।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডাঃ এম এ কাদির, মোঃ জাকির হোসেন, মোঃ মোশারফ হোসেন, মোঃ মফিজ উদ্দিন মেম্বার, মোঃ গাজিউর রহমান মাদবর, মোঃ মনির হোসেন শেখ, মোঃ জহির উদ্দিন মাদবর, মোঃ ছিদ্দিকুর রহমান, মোঃ হাছান আলী, মতিউর রহমান, জজমিয়া মাষ্টার, নুরুল হক মোল্লা, শাহাবুদ্দিন মাদবর, মোঃ আফসার উদ্দিন গাজী, মোঃ মনির হোসেন, মোঃ শামসুল হুদা, আব্দুর রব কন্ট্রাক্টর, মোঃ নুরউদ্দিন, রশিদ শেখ, আহাম্মদ আলী বেপারী, হাসেম ঢালী, আনোয়ার আলী প্রমুখ।