সীমান্তে ৫ হত্যা নিয়ে বিএসএফের বক্তব্য বিজিবির কাছে গ্রহণযোগ্য নয়

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: বাংলাদেশের সীমান্তে গত কয়েকদিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে কমপক্ষে পাঁচজন বাংলাদেশী নিহত হওয়ার পর এনিয়ে বিজিবি উদ্বেগ প্রকাশ করেছে।

 

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশিদের হত্যার ঘটনা নিয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আত্মরক্ষায় গুলি চালানোর যে বক্তব্য দিয়ে থাকে তা গ্রহণযোগ্য নয়।

 

তারা আরও বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে প্রতিটি ঘটনার প্রতিবাদ করা হচ্ছে।

 

মানবাধিকার কর্মীরা বলেছেন, সীমান্ত হত্যা বেড়ে যাওয়ার কারণ খতিয়ে দেখা প্রয়োজন এবং তা করতে হবে দুই দেশের মধ্যে রাজনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে।

 

 

‘বিএসএফ’এর বক্তব্য গ্রহণযোগ্য নয়’

 

সীমান্তে গুলিতে বাংলাদেশী নিহত হওয়ার সর্বশেষ ঘটনা ঘটেছে গত ২৩শে জানুয়ারি বৃহস্পতিবার ভোরে। উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁর পোরশা উপজেলার একটি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের গুলিতে তিনজন বাংলাদেশী নিহত হয়।

 

এর আগে গত বুধবার লালমনিরহাট জেলার একটি সীমান্তে বিএসএফের গুলিতে দুইজন নিহত হয়। পর পর এই দু’টি ঘটনা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

 

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই জানুয়ারি মাসের তিন সপ্তাহেই বিএসএফের গুলিতে হতাহতের আরও কয়েকটি ঘটনা ঘটেছে এবং সীমান্তে মানুষ হত্যা বেড়ে চলেছে।

 

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অপারেশন বিভাগের পরিচালক লে: কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেছেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় তারাও উদ্বিগ্ন। তবে এসব ঘটনার ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে তিনি উল্লেখ করেছেন।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com