ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের জেষ্ঠ্য পুত্র প্রয়াত নয়নের জন্য তার কাশীপুরস্থ বাসভবনে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২৫জানুয়ারী) বাদ এশা এই মিলাদ ও দোয়ার অনুষ্ঠান করা হয়। এসময় এম সাইফ উল্লাহ বাদল অশ্রুসিক্ত নয়নে পূত্র নয়নের জন্য দোয়া কামনা করেন এবং আল্লাহর কাছে তার পূত্রের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মুফতি ওবায়দুল্লাহ আশরাফী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , জাহেদুল হক খোকন, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম, এ সাত্তার, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির রতন, সরদার সালাউদ্দিন, রেহান ভূইয়া কাজল, আতাউর রহমান আতা, ফতুল্লা থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শরীয়ত উল্লাহ বাবু, মোঃজুয়েল, গোলাম হায়দার ও ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্য বৃন্দ।