ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সওজ’র উচ্ছেদ অভিযান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দখল করে অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) নারায়ণগঞ্জ।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান চালায় শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড এলাকায় ৪টি বেকু ও বুল্ডোজার এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

সওজ ঢাকা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উচ্ছেদ কর্মী নিয়ে চলে এ অভিযান চালায় সওজ কর্তৃপক্ষ। অভিযানের সময় নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল থেকে দুইটি বেকো এবং ২ পেলোডার নিয়ে বিপুল সংখ্যক উচ্ছেদ কর্মী অভিযানে নামে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয়ের আশে পাশে এবং রেন্ট-এ কার স্ট্যান্ডের আশে পাশে, চাঁনসুপারের সামনে থেকে ডাচ বাংলা ব্যাংকের মোড়, মৌচাক ও সানারপাড়, সাইনবোর্ড এলাকায় দোকানপাট উচ্ছেদ করা হয়।

 

সওজ ঢাকা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ফারুকীর বলেন, গভর্নমেন্ট এন্ড লোকাল অথারিটি ল্যান্ড এন্ড বিল্ডিং (রিকভারি অফ পজিশান) অর্ডিনেন্স ১৯৭০ এর ধারা ২(খ) ডেপুটি কমিশনারের ক্ষমতাবলে এ উচ্ছেদ এবং মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com