কাশীপুরে হচ্ছে আইটি পার্ক!

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে ফতুল্লার কাশীপুরে হচ্ছে আইটি পার্ক! প্রায় সাড়ে তিন একর জমির উপর এ আইটি পার্কের জন্য এ ইউনিয়নের জমিও খোঁজা হচ্ছে। তবে জমির জন্য নদীর পাড় এলাকাকে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। জেলায় জেলায় আইটি পার্ক স্থাপন প্রকল্পের অধীনে এ প্রকল্পটি ইতোমধ্যে অনুমোদিত হতে যাচ্ছে বলে জানান এই সাংসদ।

 

তিনি বলেন, আইটি পার্কটি নদীর পাড়ে হলে ভালো হবে। কারণ নদীর পাড়ে প্রাকৃতিক পরিবেশের মাঝে এই প্রযুক্তি পার্কটি বেশ দৃষ্টিনন্দনও হবে।

 

শুক্রবার (২৪ জানুয়ারি) ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের বাড়িতে এসে তাঁর এমন পরিকল্পনার কথা জানান। তিনি সাইফ উল্লাহ বাদলকে খুব শিগগির এ প্রকল্পের জন্য সরকারী জমি খুঁজে বের করতে পরামর্শ দেন।

 

এসময় শামীম ওসমান বলেন, কাশীপুরের নদীর পাড়ে যদি আইপি পার্কটি গড়ে তোলা যায়, তবে বক্তাবলী, গোগনগর ও এনায়েতনগর ইউনিয়নের বাসিন্দারা বেশ উপকৃত হবে। এই ৪টি ইউনিয়নের তরুণদের জন্য সম্ভাবনার দ্বার খুলে যাবে।

 

শামীম ওসমান বলেন, পদ্মাসেতু প্রকল্প, ঢাকা-নারায়ণগঞ্জ ৬ লেন ও ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের ফ্লাইওভার হলে কাশীপুর ও আশপাশের ইউনিয়নের চেহারাই বদলে যাবে। এখানকার জমি তখন ঢাকার চেয়েও কয়েকগুণ দামী হয়ে উঠবে। এজন্য এসব প্রকল্পে সাধারণ মানুষের সরকারকে সহযোগিতা করা উচিত।

 

শামীম ওসমান আরও বলেন, যদি কাশীপুরে জমি পাওয়া না যায় তবে প্রকল্পটি বক্তাবলী বা গোগনগরেও হতে পারে।

 

তখন কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল সংসদ সদস্য আশ্বস্ত করে বলেন, খুব অল্প সময়ের মধ্যেই এ প্রকল্পের জন্য জমি বের করা হবে। শারিরিক অসুস্থতার মধ্যেও সাইফ উল্লাহ বাদল নিজেই জমির বিষয়টি দেখভাল করবেন বলে জানান।

 

বাংলাদেশের সর্বপ্রথম ২০১৭ সালের ১০ ডিসেম্বর যশোর আইটি পার্ক তথা শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বাংলাদেশে আইটি সেক্টরে নতুন দুয়ার উন্মোচিত হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com