করোনা ভাইরাস: নগরবাসীকে কাউন্সিলর খোরশেদের সতর্কবার্তা

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: চীন ও ভারতে ছড়িয়ে পড়া মরণঘাতি ‘করোনা ভাইরাস’ নিয়ে নগরবাসীকে সতর্ক করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
নগরবাসীকে সতর্ক করে তিনি একটি প্রচারপত্রও বিলি শুরু করেছেন। এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে একটি পোস্টও দিয়েছেন। এ সতর্কবার্তা পৌছে দিতে তিনি গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছেন।
তিনি বলেন, করোনা ভাইরাস মরণঘাতী।এ ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যু অনিবার্য। চীনে শুরু হলেও গতকাল ভাইরাসটি মালোশিয়া ও ভারতেও সনাক্ত হয়েছে।যেহেতু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী ও ভারত থেকে বৈধ ও অবৈধ ভাবে প্রতিদিন হাজার হাজার মানুষ ও পন্য বাংলাদেশে আসা যাওয়া করে, তাই আমাদেরও এখনই সর্তক হওয়া জরুরী।তাই নিন্মোক্ত নিয়মাবলী পালনের জন্য ১৩নং ওয়ার্ডবাসী ও নারায়নগঞ্জের সর্বস্তরের জনগনের প্রতি সবিনয় অনুরোধ রইলো।











