সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে একটি কাঠ বোঝাই ট্রাকের চাপায় মোঃ সালাহউদ্দিন শিকদার (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সালাউদ্দিন শিকদার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়ার মৃত রহমত আলী শিকদারের ছেলে। সালাউদ্দিন পেশায় একজন পশু চিকিৎসক।
এ ঘটনায় পুলিশ ট্রাক চালক নাসির উদ্দিনকে আটক করেছে। নাসির চট্টগ্রামের চন্দনাইশ পূর্বদোহাজীর মৃত নাজির আহমেদের ছেলে।
পুলিশ ও নিহতের আত্মীয়-স্বজনরা জানায়, সালাহউদ্দিন শিকদার মোটর সাইকেল যোগে শিমরাইল থেকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আসছিল। এ সময় একই দিক থেকে আসা একটি কাঠ বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সালাহউদ্দিন শিকদার নিহত হয়। এ সময় তার মোটর সাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম তেয়ারি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রাক চাপায় নিহত সালাহউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটির চালককে আটক করেছে।
তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।