তাপসের প্রচারণায় ঢাকায় মহানগর যুবলীগ

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে ৪টি ওয়ার্ডের গণসংযোগ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ।

 

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টায় পর্যন্ত টানা ৪টি ওয়ার্ডের এই গণসংযোগের নেতৃত্বে দেন মহানগরের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু।

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৩, ৫৮, ৫৯ ও ৬০নং ওয়ার্ডের ভোটারদের কাছে নৌকা প্রতীকের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসের ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন স্লোগানে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় বজা রাখার আহবান করা হয়।

 

শাহাদাত হোসেন ভুইয়া সাজনু জানান, সকাল থেকে ৪টি ওয়ার্ডের বাসিন্দাদের কাছে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা কালে অনেক ভোটার তার জনপ্রিয়তা নিয়ে আলোচনা করেছে। অনেক ভোটার বলেছে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জনগণের প্রতি ভালবাসার প্রকাশ করেছেন তাপসকে মেয়র প্রার্থী করে। তার মত যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক তুলে দেয়ায় ভোটাররা ভোট দানে উৎসাহিত হয়েছে। কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নিদের্শনায় নারায়ণগঞ্জ মহানগর যুবলীগকে ডিএসসিসি নির্বাচনের ৮টি ওয়ার্ডের দায়িত্ব দেয়া হয়। সেই সুবাদে ৪টি ওয়ার্ডের গণসংযোগ সম্পন্ন করা হয়েছে। বাকি ৪টি ওয়ার্ডের গণসংযোগ অব্যাহত থাকবে।

 

গণসংযোগে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সহ-সভাপতি আমিনুর রহমান শাহিন, ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, সাধারণ সম্পাদক ইউসুফ মেম্বার, ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম খান, ১৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহজালাল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ১৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাজী কাইয়ূম, ১৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর খালেক ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান, যুবলীগ নেতা শরিফ, আলী, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদিকা মনিরা সুলতানা, রুনা, ফাতেমা, মাহমুদা, স্বর্ণালী, প্রমা, সেলিনা ও নূর নাহার প্রমুখ।

 

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে ৮টি ওয়ার্ডে কাজ করবে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ। বুধবার ৮ জানুয়ারী দুপুরে ঢাকায় কৃষিবিদ ইনষ্টিটিউটে মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে নির্বাচনী প্রস্তুতিমূলক সভায় এই নির্দেশ দেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯ ও ৬০নং ওয়ার্ডে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে নৌকা প্রতীকে ভোট চাইতে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগকে ভোটারদের ঘরে ঘরে যাবার নির্দেশ দেয়া হয়েছে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com