সাংবাদিকদের নিয়ে ‘পজিটিভ চ্যাঞ্জ’ করতে চান এসপি জায়েদুল
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেছেন, আপনারা সাংবাদিক বন্ধু আপনারা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। সেগুলো বাস্তবায়ন করতে পারলে আপনাদের সকলের চাওয়া পাওয়া একটি সেফার ও বেটার নারায়ণগঞ্জ আমার মনে হয় সেটা সম্ভব। জেলা পুলিশ ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলে কাজ করলে একটি পজেটিভ চেঞ্জ আমরা নারায়ণগঞ্জে নিয়ে আসতে পারবো।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, আমি আপনাদের সাথে থেকে, আপনাদের পরামর্শে কাজ করে যাবো। আমি এতোটুকু নিশ্চয়তা দিতে পারি আমার কাজে সততা ও পেশাদারিত্বের সাথে আমি অবিচল থাকবো৷ আপনারা দোয়া করলে ও আপনারা সহায়তা করলে আমার মনে হয় যে নারায়ণগঞ্জ আপনার দেখতে চান সে নারায়ণগঞ্জ আমরা পাবো। আমি মনে করি পুলিশের চাকরিতে সেবা করতে গেলে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তারা হলো আমাদের এই সাংবাদিক ভাইয়েরা। সাংবাদিকদের যদি সহযোগিতা পাওয়া যায় তাহলে একজন পুলিশ সুপারের জন্য কাজ সহজ হয়ে যায়।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্ব ও সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ভূইয়া শামীম, সবাকে সভাপতি ফজলুল হক রুমন রেজা, হাবিবুর রহমান বাদল, আরিফ আলম দিপু, সাবেক সাধারণ সম্পাদক আবু সউদ মাসুদ, নাফিজ আশরাফ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, প্রথম আলোর জেলা প্রতিনিধি মুজিবুল হক পলাশ প্রমুখ৷
পুলিশ সুপার বলেন, আমি বিশ্বাস করি নারায়ণগঞ্জের সাংবাদিকরা যেকোন জেলার চেয়ে সব বিষয়ে অত্যন্ত নলেজ রাখে। আমি মনিরুল ইসলামকে বলে দিয়েছি সদর তিন থানার যত ঘটনা ঘটবে সাংবাদিকরা ফোন করলে তুমি সেখানে বস্তুনিষ্ঠ তথ্য গুলো দিবে যদি সেগুলো কোর্ট ও তদন্তের কোন ব্যাঘাত না ঘটে। আমি জানি সাংবাদিকরা কখন ও কোর্ট বা তদন্তের কোন ব্যাঘাত ঘটুক এমন কোন তথ্য তারা চান না। বাকি ৪ থানার তথ্য অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন থেকে পাবেন। আর অতীব গুরুত্বপূর্ণ ও সেনসেটিভ ইস্যুতে সেটি আমি নিজেই আপনাদের সাথে কথা বলবো।
তিনি আরও বলেন, সকালে পুলিশ লাইনে কাজ শেষে ১২টা দিকে অফিসে থাকি আপনারা যদি আসেন অবশ্যই আপনাদের সাথে আমি কথা বলবো। অতীতে আমি যেভাবে সাংবাদিক ভাইদের সাথে কাজ করে এসেছি যতদিন থাকবো আমি চেষ্টা করবো আপনাদের সাথে অবাধ তথ্য বিনিময়ের মাধ্যমে কাজ করবার। আপনাদের পরামর্শগুলো আমি নোট করে নিয়েছি। আমি সেগুলো নিয়ে বসবো ও সেগুলো করবার বা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করবো। আমি কোন সেনসেটিভ কাজ আপনাদের ছাড়া করতে চাই না। আপনারা যে স্যারদের নাম বলেছেন তারা প্রত্যেকেই বাংলাদেশ পুলিশে আইডল। আল্লাহর কাছে দোয়া করবেন স্যারদের সমপর্যায়ে যেতে না পারলেও তাদের পদাঙ্ক অনুসরণ করে আপনার যারা স্যারদের সহায়তা করছেন তাদের সহায়তা নিয়ে কাজ করবো।