ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নিজেকে র্যাব সদস্য পরিচয়ে দিয়ে নানা অপকর্ম করে বেড়াত ফতুল্লার মুসলিমনগরে বসবাসকারী ‘ভুয়া র্যাব’ হালিম। মঙ্গলবার ফতুল্লার সাইনবোর্ডে র্যাব পরিচয়ে ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে হালিম। কিন্তু ধরা পড়ার পরে সে নিজের পরিচয়ও গোপন করেছে। তবে গণমাধ্যমে তার ছবি দেখে স্থানীয়রা তাকে সনাক্ত করেছে।
মুসলিমনগর এলাকার কয়েকজন বাসিন্দা জানান, হালিমের বাড়ি বরিশালে। সে দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করে আসছে। নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে নানা অপকর্ম করে বেড়ালেও কেউ প্রতিবাদ করেনি। তবে গ্রেফতার হবার পরে তার আসল চেহারা সামনে এসেছে। বেরিয়ে আসছে তার নানা অপকর্ম।
স্থানীয়দের দেয়া তথ্যমতে, হালিম মুসলিমনগরে একটি মাল্টিপারপাসও গড়ে তুলেছে। নানা ধরণের প্রতারণা করাই ছিল তার কাজ। কিন্তু সাধারণ মানুষের কাছে নিজেকে র্যাব সদস্য পরিচয় দেয়ার কারণে তাকে কেউ কিছু বলতো না।
মঙ্গলবার বিকালে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় র্যাব পরিচয়ে ডাকাতির সময় হালিমসহ ৪ প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, র্যাবের পোষাক ও স্টিকার উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালে নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে একজন ব্যক্তিকে একটি সাদা প্রাইভেটকারে (ঢাকা- মেট্রো-চ-১১-৯১৪১) তুলে নেবার চেষ্টা করে। এসময় অস্ত্রের ভয় দেখিয়ে ওই ব্যক্তিটির নিকট কাছে থাকা কয়েক লাখ টাকা লুট করে নেবার চেষ্টা করে। কিন্তু ওই লোকটি চিৎকার দিলে আশেপাশের লোকজন জড়ো হয়। পরে ওই চারজন নিজেদের র্যাব সদস্য পরিচয় দিলে উত্তেজিত জনতা তাদের পরিচয়পত্র দেখতে চায়। কিন্তু তারা পরিচয়পত্র দেখাতে না পারায় বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের মামলা দিয়ে র্যাব থানায় হস্তান্তর করেছে। র্যাব পরিচয়ে হালিমের প্রতারণার বিষয়টি আমরা তদন্ত করে দেখব।