ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় র্যাব পরিচয়ে ডাকাতির সময় ৪ প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, র্যাবের পোষাক ও স্টিকার উদ্ধার করা হয়। আটককৃতরা হলো-সেলিম মিয়া (৪০), আব্দুর রহিম (৪২) মাইক্রোবাসের চালক জাকির হোসেন (৩৫)। অপর একজন গণধোলাইয়ে গুরুতর আহত হওয়ায় নাম বলতে পারেনি।
তারা প্রত্যেকেই কুমিল্লা জেলার বাসিন্দা। তবে এর মধ্যে একজন আব্দুল হালিম নামে মুসলিমগরে ৭/৮ বছর ধরে র্যাবের সাবেক কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার করে বসবাস করে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালে নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে মাহবুব আলম (২৮) ও সোহাগ (২২) নামে দুই যুবককে একটি সাদা প্রাইভেটকারে (ঢাকা- মেট্রো-চ-১১-৯১৪১) তুলে নেবার চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন জড়ো হলে মারধর করা ব্যক্তিরা নিজেদের র্যাব পরিচয় দিয়ে বলে যাদের মারধর করা হচ্ছে তারা মাদক ব্যবসায়ী। তখন মারধরের স্বীকার দুই যুবক নিজেদের একটি সিগারেট কোম্পানীর এসআর দাবী করে তাদের সঙ্গে অনেক টাকা আছে বলে বাচানোর আকুতি জানায়। পরে ওই চারজন নিজেদের র্যাব সদস্য পরিচয় দিলে উত্তেজিত জনতা তাদের পরিচয়পত্র দেখতে চায়। কিন্তু তারা পরিচয়পত্র দেখাতে না পারায় বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, ঘটনার কথা শুনেছি। কিন্তু তাদের র্যাব-১০ উদ্ধার করে নিয়ে গেছে। ফলে তাদের নাম পরিচয় জানা যায়নি।