ঢাকা সিটি নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেল না’গঞ্জ মহানগর যুবলীগ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগকে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে ৮টি ওয়ার্ডে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগকে।

 

বুধবার (৮ জানুয়ারী) দুপুরে ঢাকায় কৃষিবিদ ইনষ্টিটিউটে মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে নির্বাচনী প্রস্তুতিমূলক সভায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এই নির্দেশ দেন।

 

মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু প্রেসবাংলাকে জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯ ও ৬০ নং ওয়ার্ডে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে নৌকা প্রতীকে কাজ করার জন্য নারায়ণগঞ্জ মহানগর যুবলীগকে নির্দেশ দেয়া হয়েছে।

 

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দরা।

 

এ সময় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানায় মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, সাধারণ সম্পাদক ইউসুফ মেম্বার, ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম খান, ১৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহজালাল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ১৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাজী কাইয়ূম, ১৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদউল্লাহ, ১৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর যুবলীগের সহ-সভাপতি শাহিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, ইকবাল রিপন, রফিকুল ইসলাম নান্নু, সিদ্ধিরগঞ্জ যুবলীগের যুগ্ম সম্পাদক জামান ও নূর ইসলাম ও সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সহ প্রমুখ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com