‘শিক্ষার্থীরাই বাংলাদেশ বিনির্মানের মূল হাতিয়ার’
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে অভিভাবক সমাবেশ, মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুজ্জামান মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ স্থানীয় সরকার (উপ-পরিচালক) সচিব মোহাম্মাদ জাহেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আকতার, জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও মুক্তিযোদ্ধাবৃন্দরা।
এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিতে পেরে আমি গর্বিত ও সম্মানিত। ছাত্র-ছাত্রীরা খুবই ভালো। ওরা ভালো গান গায়, ছবি আঁকে, দাবা খেলে। ওরাই উন্নত বাংলাদেশ বিনির্মানের মূল হাতিয়ার। অভিভাবকদের ভাবনা শুনেছি। শিক্ষার মানোন্নয়নে সবাইকে নিয়ে কাজ করবো।