চোরাচালান প্রতিরোধে দ্বিতীয় না’গঞ্জ
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: চোরাচালান প্রতিরোধে বিশেষ অবদান রাখায় পুরস্কার পেয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলা ও ইউনিট সমূহকে পুরস্কৃত করা হয়েছে। চোরাচালান মালামাল উদ্ধার অভিযানে খ গ্রুপে দ্বিতীয় হয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ জায়েদুল আলমের হাতে এই পুরস্কার তুলে দেন।
খ গ্রুপে প্রথম হয়েছে যশোর জেলা পুলিশ ও তৃতীয় হয়েছে ফেনী জেলা পুলিশ।