নূর হোসেনের সামনেই সাক্ষ্য দিল ৫ জন
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আলোচিত সাত খুনে ফাসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নূর হোসেনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে সাতটি মামলায় সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) সকালে তাকে ঢাকার কাশীমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালতে হাজির করা হয়। এসময় মামলার অপর তিন আসামী সেলিম, আলী আহাম্মদ ও জামালকেও আদালতে হাজির করা হয়।
এসময় নূর হোসেনের উপস্থিতিতে ৫জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত।
নূর হোসেনকে আদালতে হাজির করা উপলক্ষ্যে সকাল থেকেই আদালত চত্ত্বরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত সরকারী কৌশুলী (এপিপি) জাসমিন আহমেদ জানান, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ৭টি মামলায় আদালত আসামীদের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করেন।