সোয়া ৩ কোটি টাকা ব্যয়ে ইসদাইরে সড়ক সংস্কার কাজের উদ্বোধন
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: অবশেষে সোয়া ৩ কোটি টাকা ব্যয়ে নগরীরর ইসদাইরের দীর্ঘদিনের অবহেলিত সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে ওই সড়কে যাতায়াতকারীদের দূর্ভোগের লাঘব হতে চলছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ইসদাইর-চাঁনমারী সড়কে আরসিসি ঢালাই, পাইপ ড্রেনের কাজ উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ফরিদা বেগম।
প্যানেল মেয়র মিনোয়ারা বেগম ও স্থানীয় কাউন্সিলর শওকত হাসেম। উপস্থিত ছিলেন ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়েরর শিক্ষার্থীরা ও এলাকাবাসী।
এই সড়কটিতে জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন যাবৎ এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে।
জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন জেলা পরিষদ থেকে চাঁদমারী পর্যন্ত পাইপ ড্রেন করা হবে। নতুন চেইঞ্জেস স্কুল থেকে ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় মোড় হয়ে চাঁনমারী ফরিদা ক্লিনিক পর্যন্ত আরসিসি ঢালাই ও ড্রেন নির্মাণ করা হবে।