বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: পদ্মা রেলসেতু প্রকল্প এলাকা থেকে বিদ্যমান তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জে কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মফিজুল ইসলাম।
তিনি বলেন, কাল সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উভয় পাশে নারায়ণগঞ্জ সদর উপজেলার তালতলা মোড় থেকে জালকুড়ি, রসুলপুর বৌবাজার, পাগলা বাজার থেকে নন্দলালপুর, ফতুল্লা পোস্ট অফিস রোড, শিবু মার্কেট থেকে শহরের হাজীগঞ্জ মোড়সহ আশপাশের এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পদ্মা রেলসেতু প্রকল্প এলাকা থেকে বিদ্যমান তিতাস গ্যাসের পাইপ লাইন স্থানান্তরকাজের জন্য এমনটা হবে। এসব এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়েছে।