সিদ্ধিরগঞ্জে গ্রীড উপকেন্দ্রের ক্যাবেলে আগুন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জ ৩৩/১১ কেভি গ্রীড উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার (জেটি-১) ক্যাবলে গত সোমবার রাতে অগ্নিকান্ডের ঘটনায় ঘটেছে। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটর কর্মীরা আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের কারণে এ উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুত সরবারহ বন্ধ হয়ে যায়। ঘটনার দেড় ঘন্টা পর গ্রীডের প্রকৌশলীরা এসে বিকল্পভাবে বিদ্যুত সরবরাহ চালু করেন।

 

ফায়ার সার্ভিস ও গ্রীড উপকেন্দের লোকজন জানায়, সোমবার রাত সাড়ে ৭টার দিকে আকস্মিকভাবে ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ ৩৩/১১ কেভি গ্রীড উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার (জেটটি-১) ক্যাবেলে অগ্নিকান্ড শুরু হয়। পরে গ্রীড উপকেন্দ্রের লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণে এ উপকেন্দ্রের অধীনে সকল এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। আগুনের খবর পেয়ে ডিপিডিসির গ্রীডের প্রকৌশলীরা ঘটনাস্থলে এসে বিকল্পভাবে বিদ্যুত সরবাহ চালু করেন। ডিপিডিসির গ্রীড দক্ষিণ-১ এর নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী বলেন, আগুনে কি কি পুড়েছে এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি।

 

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পাওয়ার ট্রান্সফর্মার ক্যাবেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আমাদের ৩টি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরো জানান, আগুনে ২০ লাখ টাকা ক্ষতি দেখানো হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com