নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর পাইকপাড়ায় অভিযান চালিয়ে আবু ওমর (২৫) ও মানজুম আতিক (২৯) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার রাতে পাইকপাড়া এলাকা থেকে র্যাব-১১ এর একটি দল তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-আনিছুর রহমান ওরফে আজাদ ওরফে সাইফ আল আজাদ ওরফে আবু ওমর (২৫) ও মাওলানা মুফতি আতিক উল্লাহ ওরফে আবু ইসমাইল ওরফে মানজুম আতিক (২৯) এর কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট ও দুটি ল্যাপটপও উদ্ধার করে র্যাব।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে র্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় সদস্য ও দাওয়াতী শাখার সমন্বয়কারী। তারা জেএমবির আধ্যাত্মিক নেতা আতিকউল্লাহর মাধ্যমে জেএমবিতে যোগদান করে। জেএমবিতে যোগদানের পর তারা ফেইসবুকে গ্রুপ ও আইডি খুলে অনলাইনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে জেএমবির সদস্যদের সাথে যোগাযোগ করে আসছিল। তাদের জিহাদী বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা অনলাইন হতে উগ্রবাদী বই ও ভিডিও ডাউনলোড ও বিতরণ করে জেএমবির সদস্য সংগ্রহের লক্ষ্যে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে দাওয়াতি শাখার কাজ করে আসছিল। তারা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশে পাশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার বৈঠকে মিলিত হয়েছে।
আলেপউদ্দিন আরও জানান, তারা দীর্ঘদিন যাবৎ গোপনে সংগঠিত হয়ে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি’র কার্যক্রম পরিচালনা করে আসছে এবং জেলবন্দি সদস্যদের মুক্ত করার পরিকল্পনা ও সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরণের নাশকতামূলক কর্মকান্ড করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।