বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. জেবউননেছা। রোববার (২৯ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব বুঝে নেন।
ড. জেবউননেছা জাবি ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রথম নারী অতিরিক্ত পরিচালক।
যোগদানের পর এক প্রতিক্রিয়ায় ড. জেবউননেছা জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। টিএসসিকে একটি যুগোপযোগী, গতিশীল, নান্দনিকভাবে গড়ে তুলতে জ্ঞান ও মেধার সর্বোচ্চটুকু দেয়ার চেষ্টা করবো।
নতুন এ দায়িত্ব পালনে তিনি সকলের ভালবাসা ও সহযোগিতা চান।
ড. জেবউননেছা ২০১৭ সনের ২৭ সেপ্টেম্বর জাবি লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি উক্ত বিভাগের প্রথম নারী সভাপতি। জেবউননেছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে বিএসএস (সম্মান), এমএসএস ও এম.ফিল ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. জেবউননেছা নারায়ণগণঞ্জের সদর থানার সাহিত্যপল্লী নলুয়ার প্রখ্যাত সাহিত্যিক-কবি-নাট্যকার মুঃ জালাল উদ্দিন নলুয়া ও কবি গীতিকার লুৎফা জালালের প্রথম সন্তান।
ড. জেবউননেছা শিক্ষাজীবন থেকে একজন সংস্কৃতিকর্মী এবং সংগঠক। তিনি বর্তমানে বিশ এর অধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত। তিনি ২০১১ সনে দক্ষতার সাথে বিভাগীয় ছাত্র কল্যান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ছাত্রবান্ধব এই শিক্ষক সম্প্রতি নারায়ণগঞ্জ জেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ জয়িতা, ২০১৯ সম্মাননাপ্রাপ্ত। এছাড়া তিনি শিক্ষাজীবনে কৃতিত্বের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল থেকে স্বর্ণপদক প্রাপ্ত। পরবর্তীতে সাহিত্য, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণার জন্য প্রায় ১০ এর অধিক সম্মাননাপ্রাপ্ত। তিনি ১০টি গ্রন্থের রচয়িতা এবং সম্পাদক। বর্তমানে চারটি গ্রন্থের কাজ এগিয়ে চলছে। তাঁর সম্পাদিত ‘আলোকিত নারীদের স্মৃতিতে মুক্তিযুদ্ধ’- গ্রন্থটি শিক্ষা মন্ত্রণালয়ের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির অন্তর্ভুক্ত।