সিদ্ধিরগঞ্জের ৪টি সংগঠনের শীতবস্ত্র বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জের ৪টি সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জপুলস্থ পাইনাদি মিজমিজি কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসার ছাত্রদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
মানব কল্যাণে রক্তদান, সাহায্যের হাত, সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থা ও হীরাঝিল একতা সংঘের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে টিভির সাংবাদিক ও উপস্থাপক সৌরভ ইমাম, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক এম এ শাহীন, খোলা কাগজের সাংবাদিক ইসমাইল হোসেন মিলন, অধ্যক্ষ মোঃ ইমরান হোসেন, মানব কল্যাণে রক্তদান সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাহায্যের হাত সংগঠনের রাজিব হোসেন ও নুরুল আমিন, সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থার মোঃ সুমন ও মোহাম্মদ তারেক, মানব কল্যাণে রক্তদানের মোঃ মনির হোসেন, মিলন আহমেদ, মানব কল্যাণে রক্তদানের এ্যাডমিন রাকিব হাসান ফাহাদ, মডারেটর সৈকত, শাওন ও রাজু প্রমুখ।