শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগেছে বন্দরের সর্বত্র: খান মাসুদ

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নের ধারাবাহিকতায় বন্দর বেবীস্ট্যান্ডে উন্নয়ন কাজে হাত বাড়িয়েছে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ।

 

নারায়ণগঞ্জ ৫-আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমানের প্রচেষ্টায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় বি আই ডব্লিউটিএ এর ইঞ্জিনিয়ার মামুনের উপস্থিতিতে উন্নয়নের এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন্দর থানা বেবী-সিএনজি শ্রমিক সমবায় সমিতির সভাপতি ও যুবলীগ নেতা খাঁন মাসুদ।

 

উদ্বোধন পূর্বে খান মাসুদ বলেন, স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ বিশ্বের দরবারে মাধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশ্বের কাছে আমাদের নেত্রী শেখ হাসিনা এখন উন্নয়নের রোল মডেল। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় আমাদের বেবীস্ট্যন্ডেও শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগেছে। বেবীস্ট্যান্ড উন্নয়ন কাজে এগিয়ে আসায় আমার শ্রমিকদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ ৫-আসনের দানবির সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

এসময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম, শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম, যুগ্ম সম্পাদক রুমা, কোষাধ্যক্ষ দ্বীন ইসলামসহ বি আই ডব্লিউ টিএর কর্মকর্তাবৃন্দ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com