সাইফউল্লাহ বাদলকে দক্ষিণ নরসিংপুর আ’লীগ ও পঞ্চায়েত কমিটির শুভেচ্ছা

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি হিসাবে পূনরায় নির্বাচিত হওয়ায় আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলকে কাশীপুর ইউনিয়নের দক্ষিণ নরসিংপুর এলাকার পঞ্চায়েত কমিটি ও আওয়ামীলীগ নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

 

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে সাইফ উল্লাহ বাদলের কাশীপুর খিলমার্কেটস্থ বাসভবনে গিয়ে তার হাতে ফুলের তোড়া তুলে দেন।

 

এসময় উপস্থিত ছিলেন-কাশীপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের দক্ষিণ নরসিংপুর এলাকার আওয়ামীলীগ নেতা হাজী ইউসুফ আলী মেম্বার, আলী আহম্মদ, মোশারফ হোসেন রাজা, মো: ইব্রাহিম, শাহ আলম, আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম, আমিনুল হক, রাশেদ মিয়া প্রমুখ।

 

প্রসঙ্গত গত ৭ ডিসেম্বর নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ফতুল্লা থানা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সম্মতিক্রমে আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলকে সভাপতি ও এম শওকত আলীকে সাধারণ সম্পাদক হিসাবে পূনরায় নির্বাচিত করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com