বক্তাবলীতে বিএনপি থেকে নির্বাচিত ইউপি সদস্য মতিনের আ’লীগে যোগ
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলীকে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন ইউপি সদস্য আব্দুল মতিন খাঁন। আব্দুল মতিন খাঁন বিএনপি পরিবারের সদস্য।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে বক্তাবলীর রাজাপুরে ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভায় আব্দুল মতিন খাঁনকে শওকত আলী প্রকাশ্য সভায় আওয়ামী পরিবারের সদস্য হবার আহবান জানালে তিনি তাৎক্ষনিক তিনি ঘোষণা দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
আব্দুল মতিন খাঁন আওয়ামী লীগে যোগ দেবার পরে সভায় শওকত আলী বলেন, আজ বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ পূর্ণতা পেয়েছে। আমাদের সবক’টি ইউনিয়ন পরিষদ সদস্য আওয়ামী পরিবারের, আওয়ামী পরিবার থেকে নির্বাচিত। এই ইউনিয়নের ৯৯ ভাগ জন্মসূত্রেই আওয়ামী লীগ। আমরা গর্ব করে বলতে পারি এমনকি আমরা ফরিদপুরের চেয়েওে এগিয়ে।
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রফিক নান্নুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, সাবেক সহসভাপতি ইয়াদ আলী মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক জাহাঙ্গীর মাস্টার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন, আওয়ামী লীগ নেতা ইফতেখার উদ্দিন শাহিন, জেলা তাঁতী লীগের নেতা ও নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি নাসির মাদবর, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম, খোরশেদ আলম মাস্টার, প্রকৌশলী আবু সাঈদ রিংকু, মজিবুর সিকদার, জামাল হোসেন, আল আমিন, আক্কাস আলী, মোঃ জুয়েল, আনোয়ার আলী প্রমুখ।