ছিনতাইয়ের কবলে ফটোসাংবাদিক মাসুদ
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীতে ছিনতাইকারীদের কবলে পড়েছেন ফটোসাংবাদিক মাসুদ তালুকদার। শনিবার (১৪ ডিসেম্বর) দুুপুরে নগরীর চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ছিনতাইকালে জনতার সহযোগিতায় শাকিল (৩২) ও রাসেল (২৮) নামের দুই ছিনতাইকারীকে পাকড়াও করা হয়। পরে তাদের নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় মাসুদ তালুকদার বাদী হয়ে সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, শনিবার দুপুরে দুই নম্বর রেলগেইট থেকে পায়ে হেটে চাষাড়া যাবার পরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আসামাত্র শাকিল (৩২) ও রাসেল (২৮)সহ ৪জন তার পথরোধ করে। এসময় শাকিল পেটের সামনে ছুরি ধরে বলে, পকেটে যা আছে সব দিয়ে দে। পরে তাদের সাথে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চারজন মিলে মাসুদকে চড়Ñথাপ্পর মেরে পকেটে থাকা ৫শ’ টাকা ছিনিয়ে নেয়। এসময় মাসুদ চিৎকার করলে পাশে দাঁড়িয়ে থাকা সাংবাদিক রফিকুল ইসলাম জীবনসহ আরো কয়েকজন ছুটে এসে শাকিল ও রাসেলকে হাতেনাতে আটক করে। কিন্তু সঙ্গে থাকা অপর দুইজন দৌড়ে পালিয়ে যায়।
শাকিল মুন্সিগঞ্জের শ্রীনগর থানার পাড়াগাঁও এলাকার আলমগীর হোসেনের ও পটুয়াখালি জেলার গলাচিপা প্লাবনিয়া এলাকার মৃত ইসমাঈলের ছেলে।