না’গঞ্জ আ’লীগ নেতাদের বিরুদ্ধে মামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জয়ের

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাকিরুল আলম হেলাল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু এবং মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়।
জয় বলেন, রাজনীতিতে তাদের নেতৃত্বকে হেয় করতেই এই মিথ্য মামলা। একটি কুচক্রী মহল রাজনীতির মাঠ দখল করতেই এই মিথ্যা মামলা দায়ের করেছে। যখন বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন শেষের দিকে তখনি এই মামলা দায়ের। এতে প্রমাণ করে, আওয়ামীলীগের মাঠ দখল করতে না পারায় এর ক্ষোভে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও নাসিক মেয়র ডা. আইভী এই মামলা দায়ের করেন। তিনি আগামী দিনগুলোতে যুবলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠন ও সহযোগি সংগঠনগুলো দখলের চেষ্টা করার জন্য আওয়ামীলীগের শীর্ষ নেতাদের নামে সাজানো মিথ্যা মামলা করেছেন । হেলাল, নিজাম, সাজনু এমন নেতা, তারা রাজনীতিতে দায়িত্ব নেয়ার পর থেকে নারায়ণগঞ্জের রাজনীতি তথা শামীম ওসমানের হাতকে শক্তিশালী করে আওয়ামীলীগকে নারায়ণগঞ্জে শক্ত অবস্থানে রেখেছেন। হেলাল, শাহ নিজাম, সাজনু, জুয়েল সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলায় এটাই প্রমাণ করে, মেয়র আইভী আসলে আওয়ামীলীগের নেত্রী কি না?
উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ জানুয়ারী হকার ইস্যু নিয়ে নারায়ণগঞ্জ শহরে সংঘর্ষের ২২ মাস পর গত গত বুধবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আইন বিষয়ক কর্মকর্তা জিএম এ সাত্তার বাদী হয়ে নারায়ণগঞ্জের একটি আদালতে ওই মামলার আবেদন করেন। গত বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাহমিদা খাতুনের আদালত ওই আর্জি গ্রহণ করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশকে নির্দেশ দেন। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি রেকর্ড ভুক্ত হয়। মামলায় অভিযুক্তরা হলেন যুবলীগ নেতা নিয়াজুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সেক্রেটারী মিজানুর রহমান সুজন, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন ও চঞ্চল মাহমুদ। তারা সকলেই এমপি শামীম ওসমানের অনুগামী হিসেবে রাজনীতি করেন।