জিপিএ ৫ এর জন্য নয় নিজেকে মেধাবী হিসেবে প্রস্তুত কর : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রাজাকার আল-সামসরা এখনো সাপের মতো ফণা তুলে আছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। দুঃখের ইতিহাস,কষ্টের ইতিহাস, জুলুম নির্যাতনের ইতিহাস, ওয়ান ইলেভেনের গ্রেফতার নির্যাতনের ইতিহাস, ক্লীনহার্টের গ্রেফতার নির্যাতনের ইতিহাস এ গুলোকে দূরে ঠেলে দিয়ে তরুন প্রজন্মের জন্য মশৃণ সবুজ বাংলাদেশ রেখে যেতে চাই।
সোমবার (৯ ডিসেম্বর) বিকালে আড়াইহাজার সরকারী সফর আলী কলেজের ছাত্র সংসদের অভিষেক ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাস্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এম,পি উল্লেখিত বক্তব্য রাখেন।
কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানার সভাপতিত্বে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামীলীগকে তিলে তিলে গড়ে তুলেছে এই ছাত্রলীগ। প্রতিমন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, শুধুমাত্র ক্লাসে ফাষ্ট হওয়া বা জিপিএ ৫ এর জন্য নয় নিজেকে মেধাবী হিসেবে প্রস্তুত কর। বিশ্বে এখন সার্টিফিকেটের চেয়ে মেধার চাহিদা আগের থেকে অনেক বেশী। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় যেভাবে এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মধ্যম আয়ের রাস্ট্র নয় ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ছাত্র সংসদের ভিপি নিহাদুল ইসলাম রাজু, জিএস আইয়ুবুর রহমান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রমজান আল জিহাদ, সাধারন সম্পাদক ফয়সাল আহাম্মেদ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।