সাইফ উল্লাহ বাদলকে ৩নং ওয়ার্ড মধ্যনরসিংহপুর আ’লীগ নেতাদের শুভেচ্ছা

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এম সাইফ উল্লাহ বাদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড মধ্যসনরসিংহপুর আওয়ামী লীগ নেতাদের পক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান শামীম আহমেদ ও যুগ্ম সম্পাদক সেলিম মিয়া।

 

রোববার (৮ ডিসেম্বর) রাতে সাইফ উল্লাহ বাদলের ফতুল্লার কাশীপুরস্থ বাসভবনে নেতাকর্মীদের নিয়ে প্যানেল চেয়ারম্যান শামীম আহমেদ ও যুগ্ম সম্পাদক সেলিম মিয়া দ্বিতীয় দফা নির্বাচিত সভাপতির হাতে ফুলের তোড়া তুলে দেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন-ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক দুলাল, মশিউর রহমান, নজরুল ইসলাম, শরিফ, আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, সোহেল, বাবু, শরিফ মোল্লা প্রমুখ।

 

এসময় তারা সাইফ উল্লাহ বাদলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, অতীতে সাইফ উল্লাহ বাদল ভাই ফতুল্লা থানা আওয়ামী লীগকে যেভাবে মেধা ও পরিশ্রম দিয়ে সুসংগঠিত করেছেন ভবিষ্যতেও তিনি সে ধারা অব্যাহত রাখবেন।

 

তারা আরও বলেন, সাইফ উল্লাহ বাদল একজন কর্মীবান্ধব নেতা। বাদল ভাইয়ের হাত ধরে অনেক নেতা ও কর্মীর সৃষ্টি হয়েছে। এই বর্ষীয়ান রাজনীতিক দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত।

 

প্রসঙ্গত গত ৭ ডিসেম্বর ফতুল্লার নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ফতুল্লা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয়বারের মতো এম সাইফ উল্লাহ বাদল সভাপতি ও এম শওকত আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com