সিদ্ধিরগঞ্জে ডাচবাংলা ব্যাংকে আগুন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:সিদ্ধিরগঞ্জের হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সস্থ ডাচবাংলা ব্যাংক শিমরাইল শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় এ অগ্রিকন্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে দ্রুত সময়ের আগুন নিয়ন্ত্রনে আসায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি সাধিত হয়নি। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এদিকে অগ্রিকান্ডের ঘটনায় আতংকে দিকবেদিক ছুটাছুটিতে নারীসহ ৩ জন আহত হয়েছে। ঘটনার পর থেকে কয়েক ঘণ্টা ওই শাখায় সব ধরনের লেনদেন বন্ধ রয়েছে।

 

ডাচবাংলা ব্যাংক শিমরাইল শাখার ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান জানান, বেলা ১১ টায় ব্যবস্থাপকের কক্ষে বিদ্যুৎের শকসার্কিট থেকে হঠাৎ আগুন ধরে যায়। দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রনে চলে আসায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি সাধিত হয়নি। তবে ব্যাংকের গ্রাহকরা আতংকিত হয়ে পড়ে দিকবেদিক ছুটাছুটি করে।

 

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুল হাই জানান, বিদ্যুৎের শকসার্কিট থেকে অগ্রিকান্ডের সূত্রপাত। তবে অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে নেওয়ায় আগুন নিয়ন্ত্রনে চলে আসছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com