কুতুবপুর ইউপি কার্যালয়ে মাতৃদুগ্ধ সেবন কক্ষের উদ্বোধন

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাতৃদুগ্ধ সেবন কক্ষের উদ্বোধন করা হয়েছে। শিশুর জন্মের পর মায়ের শাল দুধ বাচ্চার প্রথম টিকা এবং একটানা ২ বছর পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো উচিৎ-এ প্রতিপাদ্য বিষয়গুলোকে সামনে রেখে এ মাতৃদুগ্ধ সেবন কক্ষ স্থাপন করা হয়।

 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এ কক্ষের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।

 

এসময় উপস্থিত ছিলেন-কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।

 

এসময় নাহিদা বারিক বলেন, বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসেন মায়েরা। তাদের সঙ্গে থাকে তাদের ছোট বাচ্চা। বিভিন্ন কারণে সেবাপ্রার্থী এই মায়েদের অনেকটা সময় অপেক্ষা করতে হয় এখানে। কিন্তু কোন মাতৃদুগ্ধ সেবনের স্থান না থাকায় এই মায়েদের শিশুরা ক্ষুধার্ত থেকে যায়। এসব দিক বিবেচনা করে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মাতৃদুগ্ধ কর্নার স্থাপন ব্যবস্থা করা প্রয়োজন।

 

নাহিদা বারিক আরো জানান, কুতুবপুর দিয়ে শুরু হলো। পর্যায়ক্রমে সদর উপজেলার সবগুলো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কক্ষের ব্যবস্থা করা হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com